৭ মার্চ আর্মি স্টেডিয়ামে জয় বাংলা কনসার্ট
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন ৭ই মার্চ। এই দিনটিতেই বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সেই সময়ের রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দি উদ্যান) স্বাধীনতার ডাক দেন।
এ প্রজন্মের তরুণদের জন্য দিনটিকে উদযাপনের উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়াং বাংলা’। তাদের আয়োজনে রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে আসছে ৭ই মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে জয় বাংলা কনসার্ট।
কনসার্টে পারফর্ম করবে শিরোনামহীন, ওয়ারফেইজ, লালন, ক্রিপটিক ফেইট, আরবোভাইরাস এবং শূন্য ব্যান্ড।
কনসার্টের উদ্দেশ্য ও মাহাত্ম্য মাথায় রেখে ব্যান্ড দলগুলো পরিবেশন করবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কালজয়ী গান।
বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ কনসার্টটি সবার জন্য উন্মুক্ত। তবে অনলাইনে বা মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। কনসার্টের রেজিস্ট্রেশন করতে ক্লিক করতে হবে : ticket.youngbangla.org/# এই ঠিকানায়।
প্রসঙ্গত, ‘ইয়ং বাংলা’ মূলত তরুণদের জন্য সংগঠন। তরুণদের অবদানের স্বীকৃতি, তাদের অবদানের প্রচার ও প্রসার এবং মেধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে সেন্টার ফর ইনফরমেশনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এ সংগঠনটি।
এলএ/পিআর