মশার উপদ্রবে অতিষ্ঠ রাবি শিক্ষার্থীরা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। বিকেলের পর থেকে কক্ষে কিংবা ক্যাম্পাসের কোনো জায়গায় বসে থাকারও উপায় নেই বলে জানায় শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ক্যাম্পাস ও হলের আশপাশের ঝোঁপঝাড়, জঙল, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
শাহ্ মখদুম হলের আবাসিক ও ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিরু মোহাম্মদ জাগো নিউজকে বলেন, মশার উপদ্রব এতো বেশি যে, সন্ধ্যার পর কক্ষে বসে একটু পড়ারও উপায় নেই। মশার অত্যাচারে মস্তিষ্কে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
মাদার বখশ হলের আবাসিক শিক্ষার্থী রতন হোসেন বলেন, হলের ড্রেনগুলোতে বেশ ময়লা জমে থাকে। এগুলো পরিষ্কার করা না হওয়ায় মশার উপদ্রবও খুব বেশি। একই হলের শিক্ষার্থী অমিত রায় ও রোকনুজ্জামান জানান, মশার উপদ্রবে রাতে এমনিতে মশারি টানিয়ে ঘুমাতে হয়। কিন্তু এই উপদ্রব এতোটাই বেশি যে, পড়াশোনা করা দায় হয়ে পড়েছে।
এদিকে, ছাত্রী হলগুলোর ড্রেনে মশা নিধনের জন্য স্প্রে করা হলেও মশার উপদ্রব তেমন কমেনি।
তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী হালিমা খুশি জানান, স্প্রে করার পরও মশার উপদ্রব ততোটা কমেনি। সামনে পরীক্ষা কিন্তু মশার উপদ্রবে পড়াশোনায় মনোযোগ বসাতে পারছি না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফিন মাতিন জাগো নিউজকে জানান, মশার ব্যাপারে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে কথা হয়েছে। সিটি কর্পোরেশন অতি দ্রুত মশা নিধনে ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান জাগো নিউজকে জানান, মেয়েদের হলগুলোতে মশা নিধননের জন্য স্প্রে করা হয়েছে। আর সোমবার থেকে পুরো ক্যাম্পাসে মশা নিধনে শুরু হবে।
রাশেদ রিন্টু/এআরএ/পিআর