লক্ষ্মীপুরে অস্ত্রের মুখে স্কুলছাত্রীকে অপহরণ
লক্ষ্মীপুর সদরে অস্ত্রের মুখে নবম শ্রেণির এক ছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সোমবার উপজেলার চরচামিতা এলাকায় বিদ্যালয়ে আসার পথে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালক রাসেলকে আটক করেছে পুলিশ।
অপহৃত রোকসানা আক্তার রিংকি চরচামিতার বেগম অজিফা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও পূর্ব বটতলী গ্রামের আবদুর রাজ্জাকের মেয়ে।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেহেরুন নেছা জানান, সকাল সাড়ে ৯টার দিকে রোকসানা ও অপর তিন ছাত্রী বিদ্যালয়ে আসার জন্য বটতলীর তুলাতলীতে সিএনজিচালিত অটোরিকশায় উঠে। এসময় চরচামিতা এলাকায় (বিদ্যালয়ের পাশে) পৌঁছলে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস অটোরিশার গতিরোধ করে। একপর্যায়ে ছয় যুবক জোর করে রোকসানাকে ওই মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
ছাত্রীর মা সোহাগী বেগম অভিযোগ করে বলেন, তার মেয়েকে পূর্ব পরিকল্পিতভাবে একই গ্রামের নুরনবীর বখাটে ছেলে আব্বাস উদ্দিন সন্ত্রাসীদের নিয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে গেছে। এসময় সুস্থ অবস্থায় তার মেয়ে দ্রুত উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় জড়িত মাইক্রোবাস চালক রাসেলকে আটক করা হয়েছে। তবে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের এখনো আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কাজল কায়েস/এআরএ/এবিএস