বোয়ালখালীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৩ এএম, ০১ মার্চ ২০১৬

বোয়ালখালীতে ব্রিজ ভাঙার সময় নিখোঁজ শ্রমিক মো. হাসেমের (২৮) মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার  দুপুরে খালে নিমজ্জিত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রোববার বিকেলে বোয়ালখালী ও পটিয়ার মধ্যবর্তী স্থানে মিলিটারি পোল (সেঁতু) ভাঙার সময় গার্ডারের নীচে পড়ে নিখোঁজ হন তিনি।

বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, খাল থেকে মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।

নিখোঁজ হাসেম নওগাঁর চকনদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে। তার গ্রামের বাড়িতে খবর দেয়া হয়েছে।

জীবন মুছা/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।