বোয়ালখালীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার
বোয়ালখালীতে ব্রিজ ভাঙার সময় নিখোঁজ শ্রমিক মো. হাসেমের (২৮) মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে খালে নিমজ্জিত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।
রোববার বিকেলে বোয়ালখালী ও পটিয়ার মধ্যবর্তী স্থানে মিলিটারি পোল (সেঁতু) ভাঙার সময় গার্ডারের নীচে পড়ে নিখোঁজ হন তিনি।
বোয়ালখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে জানান, খাল থেকে মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
নিখোঁজ হাসেম নওগাঁর চকনদীকূল গ্রামের আবদুল গফুরের ছেলে। তার গ্রামের বাড়িতে খবর দেয়া হয়েছে।
জীবন মুছা/এমজেড/এমএস