ইরাকে সহিংসতায় নিহত ছয় শতাধিক


প্রকাশিত: ১১:৪০ এএম, ০২ মার্চ ২০১৬

ইরাকে ফেব্রুয়ারি মাসের সহিংসতায় অন্তত ৬৭০ জন নিহত হয়েছে। ইরাকের জাতিসংঘ সহায়তা মিশনের (ইউএনএএমআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি মাসে ইরাকে সহিংসতায় ৬৭০ জন নিহত এবং ১,২৯০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪১০ জন এবং আহতদের এক হাজার ৫০ জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়া সহিংসতায় দেশটির নিরাপত্তা বাহিনীর ২৬০ সদস্য নিহত এবং ২৪০ জন আহত হয়েছে।

রাজধানী বাগদাদে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। শুধুমাত্র রাজধানীতেই ২৭৭ বেসামরিক নাগরিক নিহত এবং ৮৩৩ জন আহত হয়েছেন।

ইরাকে নিযুক্ত জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত জন কিউবিস অব্যাহত সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

এসআইএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।