বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্রের দায়িত্বে আসাদুজ্জামান
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে পুনরায় দায়িত্ব দেয়া হয়েছে এএফএম আসাদুজ্জামানকে। বুধবার গভর্নর তার নিজস্ব ক্ষমতাবলে তাকে এই পদে পুনরায় নিয়োগ দিয়েছেন বলে জানা গেছে।
আসাদুজ্জামান এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
জানা গেছে, আসাদুজ্জামান মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকে এক বছরের জন্য মহাব্যবস্থাপক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এর আগে চলতি বছরের ৩১ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হিসেবে অবসরে যান।
এএফএম আসাদুজ্জামান ১৯৮৩ সালে বাংলাদেশ ব্যাংকে পেশা জীবন শুরু করেন। এরপর ২০১১ সালে তিনি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পান।
এসএ/বিএ