আজকের এইদিনে : ৩ মার্চ ২০১৬


প্রকাশিত: ০২:২১ এএম, ০৩ মার্চ ২০১৬

১৫৮১ খ্রিস্টাব্দের এই দিনে চতুর্থ শিখ গুরু রামদাসের মৃত্যু।
১৭০৭  খ্রিস্টাব্দের  এই দিনে দাক্ষিণাত্যের শিবিরে আওরঙ্গজেবের মৃত্যু হয়।
১৮৪৫  খ্রিস্টাব্দের এই দিনে জার্মান গণিতবিদ ও দার্শনিক গেয়গ কান্টের জন্ম।
১৮৪৭ খ্রিস্টাব্দের  এই দিনে বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেলের জন্ম।
১৮৬১  খ্রিস্টাব্দের  এই দিনে রাশিয়ায় ভূমিদাস প্রথা বিলুপ্তি করা হয়।
১৮৭৮  খ্রিস্টাব্দের এই দিনে যুদ্ধ অবসানের পর রুশ-তুর্কি শান্তি চুক্তি স্বাক্ষর ।
১৯০৬  খ্রিস্টাব্দের  এই দিনে অনুশীলন সমিতির মুখপাত্র ‘যুগান্তর’ প্রকাশিত হয়।
১৯২৪  খ্রিস্টাব্দের  এই দিনে তুরস্কের জাতীয় পরিষদ কর্তৃক ৬৪৩ বছরের প্রচলিত খেলাফত প্রথা বিলুপ্ত ঘোষণা।
১৯৪৯  খ্রিস্টাব্দের  এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন কর্মচারীদের ধর্মঘট।
১৯৬৫  খ্রিস্টাব্দের  এই দিনে শহীদ সোহরাওয়ার্দীর বড় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পকলা বিশারদ শাহেদ সোহরাওয়ার্দীর মৃত্যু।
১৯৭১  খ্রিস্টাব্দের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৭১  খ্রিস্টাব্দের  এই দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমার সোনার বাংলা …’ গানটি পল্টন ময়দানে ঘোষিত ইশতেহারে বাংলাদেশের প্রস্তাবিত জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করা হয়।
১৯৭২  খ্রিস্টাব্দের  এই দিনে বাংলাদেশ রাইফেলস্ প্রতিষ্ঠিত।
১৯৭৮  খ্রিস্টাব্দের এই দিনে জাতীয় স্মৃতিসৌধের নকশা অনুমোদন।
১৯৮৩   খ্রিস্টাব্দের  এই দিনে বেলজীয় কমিকস লেখক ও চিত্রকর এর্জের মৃত্যু।
১৯৯১  খ্রিস্টাব্দের এই দিনে এস্তোনিয়া ও লাতভিয়া সোভিয়েত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ার পক্ষে ভোট দেয়।
১৯৯২  খ্রিস্টাব্দের এই দিনে শিক্ষাবিদ, ভাষাবিদ ও গবেষক সুকুমার সেনের মৃত্যু।
২০০৫  খ্রিস্টাব্দের এই দিনে রাজধানীতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ যানজট নিরসনের অংশ হিসেবে ২৯ কিলোমিটার দীর্ঘ সদরঘাট আশুলিয়া নৌপথ উদ্বোধন।

এইচআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।