খোঁজ মিলেছে মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানের
প্রায় দু`বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ার এমএইচ৩৭০ বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে বলে দাবি করেছেন অনুসন্ধানকারীরা। মালয়েশিয়ার পরিবহনমন্ত্রী এ সম্পর্কে বলেছেন, মোজাম্বিকের ভারত মহাসাগরীয় উপকূলে একটি বোয়িং ৭৭৭ বিমানে ধ্বংসাবশেষ পাওয়া গেছে। মালয়েশিয়ার নিখোঁজ বিমানটির সঙ্গে এর মিল আছে।
তাই আশা করা যাচ্ছে হয়তো নিখোঁজ বিমানেরই ধ্বংসপ্রাপ্ত অংশ এটি। ছবি পর্যালোচনা করে বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ধারণা পোষণ করছেন, এই ধ্বংসাবশেষ মালয়েশিয়ার নিখোঁজ বিমানেরই হতে পারে। আর এর ফলে আবারও নতুন আশার জন্ম হলো।
২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করেছিল। যাত্রার পর ২৩৯ আরোহী নিয়ে নিখোঁজ হয় বিমানটি। নিখোঁজ হওয়ার পর দু’বছরেও এর কোনো হদিস পাওয়া যায়নি। এমনকি এখনও পর্যন্ত একজন আরোহীরও সন্ধান মেলেনি।
বিমানের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা নিয়ে পর্যালোচনা করছে মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা।
টিটিএন/আরআইপি