মোড়কে তামাকের সচিত্র সতর্কবাণী প্রকাশের দাবি


প্রকাশিত: ০৬:১৬ এএম, ০৩ মার্চ ২০১৬

সচিত্র সতর্কবাণী ছাড়া যেন কোন প্রকার তামাক পণ্যের প্যাকেট, কৌটা বা মোড়ক বাজারজাত ও বিক্রয় করা না হয় সেই বিষয়ে সরকারকে বিশেষ দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছে তামাক বিরোধী নারী জোট।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত ` আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে তামাক পণ্যের মোড়কে সচিত্র সতর্কবাণী মুদ্রণের দাবিতে আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

`ধূমপান ও তামাক দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০১৫ ` অনুযায়ী ১৯ মার্চ তারিখ থেকে বাংলাদেশে ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে ধারা ১০:২:খ (অ) অনুযায়ী তামাজাত দ্রব্য সেবন মুখ ও গলায় যে সব রোগ বা ক্ষতি হয় এবং এবং ধারা ১০:২:খ (আ) অনুযায়ী তামাকজাত দ্রব্য সেবনে গর্ভের সন্তানের ক্ষেত্রে যে প্রভাব পড়ে তার ‘ সচিত্রবাণী মুদ্রণ করা বাধ্যতামূলক` বলে জানান আলোচকরা। এসময় সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

দাবিগুলো হলো :

সরকারকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যেমে কঠোর মনিটরিং ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যেমে জর্দা, গুলসহ সব তামাক উৎপাদন কারখানকে সচিত্র সতর্কবাণী মুদ্রণ করার নির্দেশ প্রদান করতে হবে।

নিয়মিত পর্যবেক্ষণ এর সময় বাজার, দোকান, হোটেলসহ সব সম্ভাব্য বিক্রয়স্থলে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীযুক্ত মোড়কে তামাক বিক্রয় হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী  মেহের আফরোজ চুমকি, মহিলা বিষয়ক অধিদফতরের অতিরিক্ত পরিচালক শাহনাওয়াজ দিলরুবা খান, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সমিনা চৌধুরী।

এছাড়াও তামাক পণ্যের মোড়কে সচিত্র সতর্কবাণী মুদ্রণ বিষয়ে আলোচনা করেন ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিডসে লিড কনসালটেন্ড শরিফুল আলম, গ্রয়ান্ট ম্যানেজার ডা. মাহাফুজুর রহমান ভূঁইয়া, তাবিজার সমন্বয় সাইদা আখতার প্রমুখ।

এএস/এমএমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।