শিশু শিহাব হত্যাকারীদের শাস্তির দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন
চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুরের স্কুলছাত্র শিহাব হোসেনের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় কুতুবপুর গ্রামের চার রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে স্থানীয় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের দেড় হাজার শিক্ষার্থী এবং শিক্ষক, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তরা শিশু শিহাবের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, কুতুবপুর গ্রামের দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র শিহাব। সে ওই গ্রামের তোয়াজ উদ্দিন লাল্টুর ছেলে। গত ২৮ অক্টোবর বিকেলে সে নিখোঁজ হয়। এরপর ৩০ অক্টোবর পার্শ্ববর্তী শিবপুর মাঠ থেকে শিশুটির গলিত মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিহাবের মা বিলকিস খাতুন বাদী হয়ে গ্রামের সুলতান, আব্দুল আলিম, নয়ন ও লাল্টুর নামে হত্যা মামলা দায়ের করেন।
সালাউদ্দিন কাজল/এআরএ/পিআর