নীলফামারীতে জাপার দু`গ্রুপের দুইটি মঞ্চ
রোববার নীলফামারী জাতীয় পার্টির জেলা সম্মেলন ঘিরে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দু`গ্রুপ পৃথক দুটি স্থানে সম্মেলনের মঞ্চ স্থাপন করেছে।
সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সদস্য জাফর ইকবাল সিদ্দিকীর নেতৃত্বে একটি মঞ্চ করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে ও অপর গ্রুপের নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ শওকত হোসেন চৌধুরীর নেতৃত্বে মঞ্চ তৈরি করা হয়েছে উম্মুক্ত মঞ্চ চত্বরে। জাপার দু`গ্রুপের এমন পরিস্থিতিতে দুই মঞ্চ এলাকাতেই আলাদাভাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।
নীলফামারী জেলা জাপার সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মহম্মদ এরশাদ ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী জিএম কাদের ও মহাসচিব রুহুল আমিন হাওলাদার। এ নিয়ে দুই গ্রুপের পক্ষে শহর জুড়ে চালানো হচ্ছে ব্যাপক প্রচারণা।
প্রশ্ন উঠে এসছে, সম্মেলন ঘিরে দু`গ্রুপের দু`মঞ্চের কোনটিতে সম্মেলন করবেন দলের চেয়ারম্যান হুসাইন মহম্মদ এরশাদ। এ নিয়ে দু`গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে শহরময়। তবে সমর্থনের পাল্লা ভারির অবস্থানে রয়েছেন জাফর ইকবাল সিদ্দিকী।
এ ব্যাপারে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী জাগো নিউজকে জানান, দলের চেয়ারম্যানের মতামত নিয়েই শিল্পকলা একাডেমীর চত্বরে নীলফামারী জেলা জাপার সম্মেলনের মঞ্চ তৈরি করা হয়েছে। অপর গ্রুপের মঞ্চটিকে স্থাগিত করে দেয়া হয়েছে। সম্মেলন এই মঞ্চেই অনুষ্ঠিত হবে।
অপরদিকে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত হোসেন চৌধুরী জাগো নিউজকে জানান, জেলা জাপার আহ্বায়ক হিসাবে জেলা সম্মেলনের মঞ্চ করা হয়েছে শহরের উম্মুক্ত মঞ্চ চত্বরে। এখানেই দলের চেয়ারম্যান বক্তব্য দেবেন। তিনি আরও বলেন, আমরা সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সম্মেলন করতে চাই।
এদিকে সম্মেলনে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দুটি প্যানেল তৈরি করা হয়েছে। একটি প্যানেলে রয়েছেন জাফর ইকবাল সিদ্দিকী ও শাহজাহান চৌধুরী অপর প্যানেলে রয়েছেন শওকত হোসেন চৌধুরী ও সাজ্জাদ পারভেজ।
জাহেদুল ইসলাম/এফএ/এবিএস