ভাড়াটিয়ার তথ্য সংগ্রহ রিটের শুনানি আজ


প্রকাশিত: ০৪:৩০ এএম, ০৭ মার্চ ২০১৬

ঢাকা মহানগর এলাকায় বাড়ি মালিকদের মাধ্যমে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে আজ।

গত ৩ মার্চ ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ওই রিট করেন। রোববার হাইকোর্টের একটি বেঞ্চে রিট আবেদনের শুনানির কথা ছিল। কিন্তু তালিকায় না আসলে সংশ্লিষ্ট ওই বেঞ্চে রিট শুনানি করেননি। তাই আজ(সোমবার)ওই রিটের ওপর শুনানি হবে বলে জানিয়েছেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া।

এর আগে গত ১ মার্চ ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে ‍বিরত থাকার অনুরোধ জানিয়ে লিগ্যাল নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। এতে সংশ্লিষ্টদের বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম ৪ ঘণ্টার মধ্যে বন্ধ করতে বলা হয়।

পরে আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া নিজেই সাংবাদিকদের জানান, ১ মার্চ রেজিস্ট্রি ডাকযোগে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি পাঠানো নোটিশের জবাব দিতে বলা হয়। ২৪ ঘণ্টার মধ্যে লিগ্যাল নোটিশের জবাব না দেওয়ায় রিটটি করা হয়েছে বলে জানান তিনি।

আইনজীবী জ্যোতির্ময় বডুয়া বলেন, ভাড়াটিয়ার কাছে অসংখ্য তথ্য চাওয়া হয়েছে যা কোন আদালত বা আইনে নেই। তিনি বলেন, সেখানে একজনের ব্যক্তিগত তথ্য চাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্মীয়-স্বজন ও বাড়িতে আসা কোন মেহমানেরও তথ্য চাওয়া হয়েছে।

একই সঙ্গে ন্যাশনাল আইডির সঙ্গে পাসপোর্ট আইডি এসবের তথ্যও চাওয়া হয়েছে। এ সব তথ্য নিয়ে পুলিশ কি করবে এবং সংগৃহীত তথ্য সংরক্ষণ করতে পারবেন কিনা তার কোন নিশ্চয়তা নেই।

ব্যক্তিগত এসব তথ্যের মাধ্যমে পুলিশ কারো বিরুদ্ধে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে স্বার্থ হাসিল করতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে জনস্বার্থে লিগ্যাল নোটিশ পাঠিয়েছি।

প্রসঙ্গত, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আগামী ১৫ মার্চের মধ্যে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

এফএইচ/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।