ভাড়াটিয়ার ব্যক্তিগত তথ্য চাওয়া থেকে বিরত রাখতে আইনি নোটিশ


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ০১ মার্চ ২০১৬

বাড়িওয়ালাদের মাধ্যমে ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের কার্যক্রম ২৪ ঘণ্টার মধ্যের বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব না দিলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আইনজীবী জোর্তিময় বড়ুয়া।

জোর্তিময় বড়ূয়া বলেন, ভাড়টিয়ার কাছে অসংখ্য তথ্য চাওয়া হয়েছে, যা কোনো আদালত বা আইনে নেই। এটা উচিত না। সেখানে একজনের ব্যক্তিগত তথ্য চাওয়ার সঙ্গে সঙ্গে তার আত্নীয়-স্বজন ও বাড়ীতে আসা কোনো মেহমানের তথ্যও চাওয়া হয়েছে।

তিনি আরো বলেন, একইসঙ্গে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে পাসপোর্ট আইডির তথ্য চাওয়া হয়েছে। এ সকল তথ্যে নিয়ে পুলিশ কী করবে এবং একজন ব্যক্তির তথ্য সংরক্ষণ করতে পারবেন কি না তার কোনো নিশ্চয়তা নেই। এসব ব্যক্তিগত তথ্যের মাধ্যমে পুলিশ কারো বিরুদ্ধে নিজের দোষ অন্যের উপর চাপিয়ে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করতে পারে। তাই আমি ব্যক্তিগতভাবে এ বিষয়ে জনস্বার্থে লিগ্যাল (আইনি) নোটিশ পাঠিয়েছি।

উল্লেখ্য, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে আগামী ১৫ মার্চের মধ্যে রাজধানীতে বসবাসরত সকল ভাড়াটিয়ার নিবন্ধন ফরম পূরণ করে জমা দিতে বলা হয়েছে। অন্যথায় ওই বাড়িতে যদি কোনো অপরাধ  হয় তাহলে তার দায়-দায়িত্ব বাড়িওয়ালাকে নিতে হবে।

এফএইচ/এমজেড/এআরএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।