ব্রাহ্মণবাড়িয়ায় নৌপুলিশকে কুপিয়ে আহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মলয়েন্ত্র নাথ (৪৫) নামে নৌপুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) কুপিয়ে আহত করেছেন ডাকাতারা। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তুল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নেকবর (৩০) ও হবি পাঠান (৩৫) নামে তুল্লাপাড়া এলাকার চিহ্নিত দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে মলয় নাসিরনগর থানা পুলিশকে অবগত না করেই তার কর্মস্থল আশুগঞ্জ নৌপুলিশের কার্যালয় থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে নাসিরনগর উপজেলা সদর আসছিলেন। পথিমধ্যে উপজেলার তুল্লাপাড়া এলাকায় একদল সশস্ত্র ডাকাত মলয়ের সিএনজি অটোরিকশায় হামলা চালায়। এ সময় ডাকাতরা মলয়কে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কোপায়।
ওসি আরও জানান, ডাকাতরা মলয়ের কাছ থেকে নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়েছে। এ ঘটনায় পুলিশ দুই ডাকাতকে আটক করেছে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর