গরু জবাই করার হিকমাত


প্রকাশিত: ০১:০১ পিএম, ০৮ মার্চ ২০১৬

সম্পদের লোভে হোক আর বিবাহের কারণেই হোক বনি ইসরাইলের একজন ধনী ব্যক্তিকে হত্যা করা হয়। যার ফয়সালার ভার হজরত মুসা আলাইহিস সালামের কাছে পেশ করা হয়। তাই তিনি আল্লাহ নিকট দোয়া করেন। আল্লাহ তাআলা হত্যাকারী শনাক্ত করতে বনি ইসরাইলকে গরু জহেবের নির্দেশ দেন। এর মধ্যেও রয়েছে আল্লাহর অপূর্ব হিকমাত। যা তুলে ধরা হলো-

হজরত মুসা আলাইহিস সালাম হত্যাকারীর নাম আল্লাহ কাছ থেকে জেনেই বলে দিতে পারতেন। কিন্তু তিনি ওহির মাধ্যমে না জেনে এ পদ্ধতি গ্রহণ করার কারণ হলো-

ক. যদি মুসা আলাইহিস সালাম ওহির মাধ্যমে জেনে তাদেরকে হত্যাকারী সম্পর্কে জানাতেন, বনি ইসরাইল তা অস্বীকার করতো। এবং তাঁকে মিথ্যাবাদী বলে বসত। কিন্তু মৃত ব্যক্তি যখন জীবিত হয়ে হত্যাকারীর কথা বলে দিলো তখন আর এ সংশয় থাকলো না।

খ. গরু জবাই করার মধ্যে হিকমাত ছিল যে, বনি ইসরাইল বুঝতে পারে যে গরু এবং তার বাছুরকে তারা উপাস্য বানিয়েছিল, তা পুজার যোগ্য নয়। বরং তা ছিল মানুষের প্রয়োজনে জবাই হওয়ারযোগ্য।

আল্লাহ তাআলা বাস্তবেই মুসা আলাইহিস সালামের জাতিকে অসংখ্য নিয়ামাত দান করেছেন এবং তৎকালীন সময়ে তারাই ছিল আল্লাহর শ্রেষ্ঠ জাতি। তারপর তারা আল্লাহর বিধান মানতে যথেষ্ট অবাধ্যতা অবলম্বন করেছে। এ হত্যাকাণ্ডের বিষয়ে গরু জবাই করে হত্যাকারী শনাক্ত করা না হলে তাদের কেউই হয়তো তাঁর কথা বিশ্বাস করতো না বরং পয়গাম্বর মুসাকে মিথ্যাবাদী আখ্যায়িত করতো। ইহাই আল্লাহর হিকমত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর হিকমতপূর্ণ উপদেশ গ্রহণ করার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।