কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ


প্রকাশিত: ০৪:১৮ এএম, ০৯ মার্চ ২০১৬

স্প্যানিশ লা লিগা, কোপা দেল রে’র মতো বড় আসর থেকে প্রায় ছিটকে পড়লেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সঠিক পথেই এগিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার ঘরের মাঠে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে ২-০ গোলে জয় পায় রিয়াল। প্রথম লেগেও একই ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতল স্পেনের সফলতম ক্লাবটি।

নিজেদের মাঠে দুই গোলে পিছিয়ে থাকলেও রিয়ালের মাঠে অসম্ভবকে সম্ভব করার ঘোষণা দিয়েছিল রোমা। সেই লক্ষ্য পূরণে ম্যাচের ১৪ মিনিটে সুযোগও পেয়েছিল তারা। কিন্তু বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন এদিন জেকো। এরপর খেলায় ফেরে রিয়াল। ম্যাচের ৩৫ মিনিটে রোনালদোর কোনাকুনি শট বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান রোমার গোলরক্ষক। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।   

বিরতি থেকে ফেরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৬৪ মিনিটে লুকাস ভাসকেসের দারুণ এক পাসে গোল করে রিয়ালকে এগিয়ে দেন রোনালদো। এবারের চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর এটি ত্রয়োদশ এবং টুর্নামেন্টের ইতিহাসে সর্বাধিক ৯০তম গোল। চার মিনিট বাদে কোনাকুনি শটে পোলিশ গোলরক্ষক ভয়চেখের দুপায়ের ফাঁক দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন হামেস রদ্রিগেস। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ইতালিয়ান সেরাদের কাঁদিয়ে এ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে উঠে রিয়াল মাদ্রিদ।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।