পরিবর্তন হচ্ছে আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ


প্রকাশিত: ০৭:৫৬ এএম, ০৯ মার্চ ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কারণে আওয়ামী লীগের আগামী ২৮ মার্চের (সোমবার) দলীয় কাউন্সিলের তারিখ পরিবর্তন হতে পারে। বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে ইউপি নির্বাচনকে সামনে রেখে দলের যৌথ সভা শেষে  দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এ কথা জানান।

মাহবুবুল আলম হানিফ বলেন, “প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে আগামী ২৮ মার্চ কাউন্সিলের তারিখ পরিবর্তন করা হতে পারে। পরবর্তী কার্যনির্বাহী সংসদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী তারিখ ঘোষণা করা হবে।”

এছাড়া যারা দলের শৃঙ্খলা ভঙ্গ করে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী থাকবেন এবং তাদের হয়ে যারা কাজ করবেন উভয়কেই দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলেও জানান আওয়ামী লীগের এ নেতা।

তিনি বলেন, “যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হয়ে দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হবেন, তাদের শাস্তি ভোগ করতে হবে। এইসব বিদ্রোহী প্রার্থীদের পক্ষে যারা মদদ দেবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।”

এএসএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।