নরসিংদীতে সংঘর্ষ

ঢামেক হাসপাতালে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা সাদেকুরের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪৮ পিএম, ২৫ মে ২০২৩

নরসিংদীতে জেলা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে সাদেকুর রহমান সাদেক (৩২) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আশরাফুল ইসলাম (২২) আরেক ছাত্রদল নেতা।

নিহত সাদেকুর রহমান নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক। তিনি নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে। আহত আশরাফুল সদর উপজেলার সিটিপাড়া গ্রামের নাজমুলের ছেলে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে পাঠানো হয়। সেখান থেকে রাত সোয়া ৭টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সাদেককে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ছাত্রদলের কমিটি বাতিলকরণ আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিল ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় অপর গ্রুপের নেতাকর্মীরা অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাথায় ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রদল পদবঞ্চিত সাদেকুর ও আশরাফুল। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৭টার দিকে সাদেককে মৃত ঘোষণা করেন।

তাদের দুজনকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আকাশ জাগো নিউজকে জানান, নরসিংদীর জেলখানা মোড় থেকে বিএনপির কার্যালয় সংলগ্ন তিতাস রোড এলাকায় ছাত্রদলের সাবেক সদস্য সচিব মঈন উদ্দিন ভূঁইয়া নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিল ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এসময় বিএনপির কার্যালয়ের কাছাকাছি পৌঁছালে অপর গ্রুপের গুলি চালায়। এতে তারা গুলিবিদ্ধ হন।

কেএজেডআইএ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।