শুক্রবার ১৮ জেলা-মহানগরে বিএনপির জনসমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ২৫ মে ২০২৩
ফাইল ছবি

চলমান সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি হিসেবে শুক্রবার (২৬ মে) ঢাকা মহানগর দক্ষিণসহ দেশের ৯ বিভাগের ১৮ জেলা ও মহানগরে জনসমাবেশ করবে বিএনপি।

গত ১৩ মে সারাদেশে দলটির ৮২ সাংগঠনিক ইউনিটে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিরোধী দলের নেতাকর্মীদের গায়েবি মামলায় গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লোডশেডিং, সরকারের দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি বাস্তবায়নে এ জনসমাবেশ করবে বিএনপি।

দলীয় সূত্র জানায়, সারাদেশে জনসমাবেশ সফল করতে এরইমধ্যে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে শুক্রবার দুপুর আড়াইটায় যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন সড়কের পশ্চিম প্রান্তে জনসমাবেশ হবে। এছাড়া জিঞ্জিরায় বেলা ১১টায় সমাবেশ হবে। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত থাকবেন।

অন্যান্য জেলা ও মহানগরে কর্মসূচি বাস্তবায়নেও উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা। এর মধ্যে বগুড়ায় দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মানিকগঞ্জে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, লক্ষ্মীপুরে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, শেরপুরে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, খাগড়াছড়িতে দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বান্দরবানে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সুনামগঞ্জে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঠাকুরগাঁওয়ে ভাইস চেয়ারম্যান অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন, সাতক্ষীরায় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরগুনায় ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চুয়াডাঙ্গায় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, সিরাজগঞ্জে চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, পিরোজপুরে যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার, মাদারীপুরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সৈয়দপুরে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল উপস্থিত থাকবেন।

কেএইচ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।