চীন পাকিস্তানের হামলা মোকাবেলার সামর্থ্য নেই ভারতের


প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১১ মার্চ ২০১৬

চীন এবং পাকিস্তান একযোগে হামলা চালালে তা মোকাবেলার সামর্থ্য নেই বলে জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী (আইএএফ)। দেশটির বিমানবাহিনী বলছে, পর্যাপ্ত সংখ্যক বিমানের অভাবেই দুই দেশকে মোকাবেলা করা সম্ভব হবে না।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইএএফ’র জন্য ৪২টি স্কোয়াড্রন বরাদ্দ থাকলেও বর্তমানে রয়েছে মাত্র ৩৩টি। এসব স্কোয়াড্রনে রাশিয়ার তৈরি বেশ কিছু এসইউ-৩০ বিমান রয়েছে। ভারতের প্রধান যুদ্ধবিমান বলতে এখন এসব পুরনো বিমানই আছে।

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমানসহ সব বিমান মাঝেমাঝেই মেরামত করতে হয়। বাহিনীতে ১০০টি বিমান থাকলেও এর মধ্যে মাত্র ৫৫টি যেকোনো সময় ব্যবহার করা যাবে।

এ পরিস্থিতিতে একযোগে দুই দেশের হামলা মোকাবেলার ক্ষমতা ভারতীয় বিমান বাহিনীর নেই। তবে আইএএফ বলছে, আগামী কয়েক বছরের মধ্যে একযোগে ভারতের বিরুদ্ধে হামলার কোনো আশংকা নেই।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।