ব্যাংকের টাকা উধাও: সঠিক তদন্তে থলের বিড়াল বেরিয়ে আসবে


প্রকাশিত: ০৬:৫৫ এএম, ১৩ মার্চ ২০১৬

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেছেন,  অনির্বাচিত সরকার দেশটিকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গেছে। সমস্ত লুটপাটকারীরা সরকারের আশ্রয় প্রশ্রয়ে আছে। রিজার্ভ ব্যাংকের টাকা উধাও হয়ে গেল, কারা এই টাকা নিল সঠিকভাবে তদন্ত করলে থলের বিড়াল বের হয়ে আসবে।

রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি আয়োজিত দেশের টাকা গেল কোথায়? এবং সারাদেশে শিশু হত্যা গুমের প্রতিবাদে এক নাগরিক মানববন্ধনে তিনি এমন মন্তব্য করেন।

রিজার্ভ ব্যাংকের টাকা যারা লুটপাট করেছে তাদেরকে শনাক্ত করতে না পারলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিয়ার রহমানের পদত্যাগ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারকে মানবাধিকার লঙ্ঘনকারী সরকার আখ্যায়িত করে আহমেদ আজম বলেন, অনির্বাচিত কর্তৃত্ববাদী সরকারের শাসন আমলে সমস্ত জায়গায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কারণ এদের কোন জবাবদিহীতা নেই।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক হুমায়ূন বেপারী, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও, মানুষ বাঁচাও আন্দােলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।

এএস/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।