সিলেটের চার উপজেলা ও কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা


প্রকাশিত: ০২:৫৯ পিএম, ১৩ মার্চ ২০১৬

সিলেট জেলা ছাত্রদলের অধীনস্থ ফেঞ্চুগঞ্জ উপজেলা ও ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদল, সিলেট সদর উপজেলা ছাত্রদল ও শাহ খুররুম (রা.) ডিগ্রি কলেজ ছাত্রদল, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল ও এম.সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদল, ওসমানী নগর উপজেলা ছাত্রদল ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

সিলেট জেলা ছাত্রদল সভাপতি সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না কমিটিগুলো অনুমোদন দেন।

রোবববার রাতে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আহ্বায়ক কমিটিগুলো ৯০ দিনের মধ্যে জেলার সঙ্গে পরার্মশক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

ঘোষিত কমিটির নতুন নেতৃবৃন্দরা হচ্ছেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলে এম জে আহমেদ জাবেদকে আহ্বায়ক, ইমরানুল করিম চৌধুরী মিঠুকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক (১), রাসেদুল হাসান চৌধুরীকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক (২) এবং মো. শাহিন আহমদকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলে সৈয়দ তায়েফুজ্জামানকে আহ্বায়ক, তপু আহমদ খাঁনকে সদস্য সচিব এবং ফুয়াদ আহমদ চৌধুরী মনাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি।

সিলেট সদর উপজেলা ছাত্রদলে আ ফ ম কামালকে আহ্বায়ক করে মুরাদ হোসেনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং কবির উদ্দীন, আলতাফ হোসেন সুমন, দেওয়ান রেজোয়ান আহমদকে যুগ্ম-আহ্বায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি, শাহ খুররম (রা.) ডিগ্রি কলেজ এস কে শাহীনকে সভাপতি, কামরান আহমদকে সাধারণ সম্পাদক ও ফাহিম উদ্দীন শাকিলকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলে আবু সালেহ শামীমকে আহ্বায়ক, আবুল ফজল নোমানকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ইকবাল হোসেন আরিফকে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি, এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলে আইনুল হককে সভাপতি জুবায়ের আহমদকে সাধারণ সম্পাদক ও বেদন আহমদকে সাংগঠনিক সম্পাদক করে পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি।

ওসমানী নগর উপজেলা ছাত্রদলে সাহেল আহমদকে আহ্বায়ক, কবির আহমদকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, রায়হান আহমদকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটি এবং তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলে সৈয়দ শাহজাহান আলীকে আহ্বায়ক, জুয়েব আহমদকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।

ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।