রাশিয়া ছাত্রলীগের ৪ সদস্যের কমিটি গঠন
বাংলাদেশ ছাত্রলীগের প্রবাসী রাশিয়া শাখায় আব্দুল্লাহ আল মামুন রাজীবকে সভাপতি ও হেলাল মোর্শেদকে সাধারণ সম্পাদক করে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
রোববার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন এ কমিটি অনুমোদন করেন। সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহম্মদ ইমরান খান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ছাত্রলীগের ৪ সদস্যের রাশিয়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি রিয়াজ উদ্দিন ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক মো. তুহিন মিয়া ভূঁইয়া।
এ বিষয়ে ইমরান আহমেদ খান বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বহির্বিশ্বের প্রবাসী শিক্ষার্থীর ঐক্যবদ্ধ করে দেশ মাতৃকার সেবা করার প্রত্যয়ে কাজ করছি। বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার সরকারকে সহযোগিতা করার লক্ষ্যে বন্ধুপ্রতীম রাষ্ট্রের মধ্যে বসবাসরত প্রবাসী ছাত্রদের ছাত্রলীগের পতাকাতলে আসার আহ্বান জানাচ্ছি।
সুব্রত মণ্ডল/বিএ