ইডেনে দর্শকদের পূর্ণ সমর্থন চান মাশরাফি


প্রকাশিত: ০৭:১১ এএম, ১৬ মার্চ ২০১৬

দীর্ঘ ২৫ বছর পর অচেনা ইডেন গার্ডেন্সে খেলতে নামবে বাংলাদেশ। বর্তমান বাংলাদেশ দলের কেউ ইডেনে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। ১৯৯০ সালে এশিয়া কাপে ইডেনেই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তবুও টাইগারদের প্রতি অন্যরকম এক ভালোবাসা রয়েছে কলকাতাবাসীর। তাইতো বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচকে কেন্দ্র করে একটু বাড়তি আগ্রহ তাদের মধ্যে।

কলকাতার ইডেন গার্ডেন্স খুব একটা দূরের মাঠ নয়। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে যদি বিদেশের কোনো স্টেডিয়ামের দূরত্ব মাপা হয়, তাহলে সবচেয়ে কাছে হবে ইডেন গার্ডেন্স।

এ দিকে ইডেনের মাঠে কলকাতাবাসীর পূর্ণ সমর্থন আশা করছেন মাশরাফিরা। দুই অঞ্চলের মানুষের ভাষা বাংলা হওয়ায় সেই প্রত্যাশা বহুগুণে বেড়েছে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, আমি মনে করি, আমরা ইডেন গার্ডেন্সে খেলার ভালো একটি সুযোগ পেয়েছি। আমাদের খেলোয়াড়রা সবাই উজ্জীবিত। আমরা আশা করছি, এখানকার মানুষ আমাদের সমর্থন করবে। এটা নির্ভর করবে আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের উপরই। তবে একজন বাঙালি হিসেবে আশা করতে পারি, কলকাতার সবাই আমাদের সমর্থন করবে।

উল্লেখ্য, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চেয়ে প্রায় তিনগুণ বেশি দর্শক ধরে ইডেনে। অথচ ম্যাচের একদিন আগেই বাংলাদেশ-পাকিস্তান খেলার অনলাইনের সব টিকিট বিক্রি হয়ে গেছে।

আরএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।