নৌ পথের ড্রেজিং অপরিহার্য : নৌমন্ত্রী


প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ মার্চ ২০১৬
ফাইল ছবি

টেকসই উন্নয়নে নদী পথের নাব্যতা ফিরে আনার কোনো বিকল্প নেই উল্লেখ করে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, আর্থ-সামাজকি উন্নয়নে নদী পথের নাব্যতা উন্নয়নের লক্ষে ড্রেজিং করা অপরিহার্য হয়ে দেখা দিয়েছে।

বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘তৃতীয় রয়েল আই এইচ সি ড্রেজিং’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর সময়ে নৌ-পথের নাব্যতা ভয়ঙ্করভাবে কমে আসছিল। নৌ পথের নাব্যতা ফিরে আনতে জননেত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০০৯ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ১২ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে। প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা ৫৩টি নৌ পথ খনন কার্যক্রম চলমান রয়েছে। এই সরকারের আমলে ২ হাজার ৪৮ কোটি টাকা ব্যয়ে ২০টি ড্রেজার সংগ্রহের কার্যক্রম সংগ্রহ করা হয়েছে।

নৌ-পথে খরচ কম এবং পরিবেশ বান্ধব উল্লেখ করে শাজাহান খান বলেন, নদীর প্রয়োজনীয় খনন করতে পারলে আমরা সর্বক্ষেত্রে লাভবান হব।

এছাড়া এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।

নেদারল্যান্ডস ভিত্তিক ড্রেজার কোম্পানি রয়েল আই এইচ সি কর্তৃপক্ষ ওই সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত লিউনি কিউলিনিয়ার।

এএসএস/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।