বিএনপির কাউন্সিলে লক্ষাধিক মানুষের সমাগম হবে : মাহবুব


প্রকাশিত: ১২:০৫ পিএম, ১৮ মার্চ ২০১৬
ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘শনিবার দলের কাউন্সিলে লক্ষাধিক মানুষের উপস্থিতির পাশাপাশি তৃণমূল নেতাদের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।’

শুক্রবার বিকেলে জাতীয়তাবাদী সংস্কৃতিক দলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।  

মাহবুবুর রহমান বলেন, ‘স্থানীয় কমিটিসহ নির্বাহী কমিটিতে নতুন মুখ দেখা যাবে। যারা নিষ্ক্রিয় তাদের ঝরে পড়া উচিত। তারা পদ দখল করে কিছুই করতে পারেননি। কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠনের পর সরকারবিরোধী আন্দোলন চাঙা হবে। ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরিসহ সরকারের যেসব অগ্রহণযোগ্য কর্মকাণ্ড আছে, কাউন্সিলের মাধ্যমে দলকে শক্তিশালী করে সেসবের বিরুদ্ধে আন্দোলন জোরালো করা হবে।’

এসময় অন্যদের মধ্যে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার আহমেদ আলম খান, ব্যারিস্টার হায়দার আলী, জাগপার চেয়ারম্যান শফিউল আলম প্রধান, ন্যাপ মহাসচিব এম গোলাম মুস্তফা ভূঁইয়া, বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএম/একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।