টেকনাফে কচ্ছপের ২০৮ পিস ডিম উদ্ধার


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৮ মার্চ ২০১৬

কক্সবাজারের টেকনাফ সাবরাং বাজার এলাকা  থেকে কচ্ছপের ২০৮টি ডিম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার বিকেলে ডিমগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সাবরাং বিওপি চৌকির কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বিজবির একটি টহল দল সন্দেহজনক কয়েকজনকে থামার সংকেত দিলে তারা হাতে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে কচ্ছপের ২০৮টি ডিম উদ্ধার করা হয়। উদ্ধার ডিমগুলো বন বিভাগের মাধ্যমে এনজিও সংস্থা ক্রেলের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

এদিকে ক্রেল টেকনাফ ইনচার্জ মুজাহিদ ইবনে হাবিব জানান, উদ্ধার ডিমসমূহ ক্রেল প্রকল্পের আওতাধীন শীলখালী কচ্ছপ হ্যাচারিতে হস্তান্তর করা হয়েছে। ডিমগুলো শাহপরীরদ্বীপ বা সাবরাং এলাকায় সৈকত থেকে চোর চক্র চুরি করে পাচার করছিল বলে মন্তব্য করেন তিনি।

সায়ীদ আলমগীর/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।