কাউন্সিলস্থলে ইন্টারনেট বিড়ম্বনা


প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১৯ মার্চ ২০১৬

রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে ভয়াবহ ইন্টারনেট বিড়ম্বনা দেখা দিয়েছে। শনিবার বেলা ১১টার পর এ সংকট আরো প্রকোট আকার ধারণ করেছে।

এর আগে বেলা পৌঁনো ১১টায় কাউন্সিলস্থলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনের আগে নেট সংযোগ কিছুটা সচল ছিল। কিন্তু খালেদা জিয়ার আগমনের পর থেকে কার্যত ইন্টারনেট অচল রয়েছে। ফলে অনুষ্ঠানটি কভার করতে আসা গণমাধ্যমকর্মীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

এদিকে, কাউন্সিলে আগত কাউন্সিলর ও ডেলিগেট যারা সোস্যাল মিডিয়ার তৎপর তারাও বিড়ম্বনায় পড়েছেন। তবে দুপুর ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইন্টারনেট সংযোগ সচল করতে সংশ্লিষ্ট কারো তৎপরতা লক্ষ্য করা যায় নি।

এমএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।