আ.লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী : খাদ্য প্রতিমন্ত্রী
খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। সেই উন্নয়নের ধারাবাহিকতায় মানুষের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। লালমনিরহাটকে একটি আধুনিক ও সমৃদ্ধশালী জেলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার।
শনিবার দুপুরে লালমনিরহাটের আদিতমারীতে সেতুর নির্মাণ কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত মহিলা আসনের সাংসদ অ্যাড. সফুরা বেগম, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মতিয়ার রহমান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক সিরাজুল হক প্রমুখ।
প্রসঙ্গত, বড়বাড়ী-লালমনিরহাট মহাসড়কের ২০ কিলোমিটারে ৯৩.৬৪৪ মিটার দীর্ঘ চার লেন পিসি গার্ডারের এই সেতুটি নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা। সেতুর প্রস্থ ১৮.২০ মিটার। সরকারের নিজস্ব অর্থায়নে লালমনিরহাট সড়ক ও জনপথ বিভাগ কাজটি বাস্তবায়ন করছে।
রবিউল হাসান/এআরএ/এবিএস