ঝালকাঠিতে গণপিটুনিতে আ.লীগের বিদ্রোহী প্রার্থী আহত


প্রকাশিত: ০৬:৩২ এএম, ২০ মার্চ ২০১৬
প্রতীকী ছবি

ঝালকাঠি পৌরসভা নির্বাচনে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আফজাল হোসেনকে গণপিটুনি দিয়েছে জনগণ। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ৯ নং ওয়ার্ডের মসজিদ বাড়ি কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিকে, ৩ নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি জেলা পরিষদ কেন্দ্রে ব্রিজ প্রতীকের কাউন্সিলর প্রার্থী ফরিদ হোসেন জোরপূর্বক সিল মারার চেষ্টা করায় তাকে পিটিয়ে আহত করেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা। বর্তমানে তিনিও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আতিকুর রহমান/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।