কিউবায় পৌঁছেছেন ওবামা


প্রকাশিত: ০৪:১৯ এএম, ২১ মার্চ ২০১৬

ঐতিহাসিক সফরে কিউবায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। বিগত ৮৮ বছরের মধ্যে এটিই মার্কিন কোনো মার্কিন রাষ্ট্রপতির কিউবায় সশরীরে প্রথম ভ্রমণ। এই সফরে ওবামার সঙ্গে রয়েছেন তার স্ত্রী এবং মেয়েরা। খবর বিবিসির।
 
এই সফরে তিনি দেশটির প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে রাজনৈতিক সংস্কার এবং বাণিজ্যিক বিষয় নিয়ে কথা বলবেন। হাভানায় পৌঁছে ওবামা নিজের এক টুইট বার্তায় লিখেছেন, কিউবার মানুষদের সঙ্গে দেখা করে তাদের সম্পর্কে জানার একটা আগ্রহ রয়েছে আমার।
 
মার্কিন প্রেসিডেন্টের এই কিউবা সফরে মার্কিন এবং কিউবা সম্পর্কের এক নতুন মাত্রা তৈরি হবে এবং উভয় দেশই এতে লাভবান হবে। ওবামা এবং রাউল কাস্ত্রো একসঙ্গে নৈশভোজ করবেন, যৌথ এক সংবাদ সম্মেলনে যোগ দেবেন এবং বাণিজ্যিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

টিটিএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।