শিবচরে পৌঁছাতে শুরু করেছে নির্বাচনী সরঞ্জাম


প্রকাশিত: ০৮:১৮ এএম, ২১ মার্চ ২০১৬

রাত পোহালেই ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম ধাপে মাদারীপুরের শিবচরের ১৬টি  ইউয়িননে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। এ উপলক্ষে সোমবার দুপুর থেকে ১৬টি ইউনিয়নের ১৪৪টি ভোট কেন্দ্রে ব্যালট পেপার, সীল, স্টিকার, বাক্স, কালিসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছাতে শুরু করছে।

এবারের নির্বাচনে শিবচরের ১৬টি ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগের ১০ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পথে। এছাড়া বাকি ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৩ জন ও ১৬ টি ইউনিয়নে ৫শ’ ৭২ জন মেম্বার পদে প্রার্থী রয়েছেন। ১৪৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ৭৯ হাজার ৪শ’ ২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুলিশ, বিজিবি, র‌্যাব, ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে।

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।