উন্নয়নে অন্য দেশের উদাহরণ সঠিক সমাধান নয়
আমরা সব সময় উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে থাকি। আমরা বলি, জাপান, চীন, ভারতে এ রকম। কিন্তু আমরা কখনো আমাদের দেশের কোনো প্রতিষ্ঠানকে উদাহরণ হিসেবে ব্যবহার করি না। তাই উন্নয়নের ক্ষেত্রে এটা সঠিক সমাধান নয়।
সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। ‘সাসটেইনেবল ওয়ার্কপ্লেস অ্যান্ড সাপ্লাই চেন রিফর্মস ফর ভিশন ২১’ শীর্ষক বৈঠকে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম। এতে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অধ্যাপক আমরিক সোহেল, অধ্যাপক কামরুল আলম, অধ্যাপক, হারুন জাফর, অধ্যাপক মোফিজুর রহমান প্রমুখ।
বক্তারা আরো বলেন, আমাদের দেশে উন্নয়নের ক্ষেত্রে সবসময় বহির্বিশ্বের উদাহরণ সঠিক সমাধান হতে পারে না। আমাদের দেশে এমন কয়েকটি শিল্প কারখানা রয়েছে যেগুলো অন্যান্য দেশের তুলনায় ভালো। আমরা চাইলে এগুলোকে উদাহরণ হিসেবে অন্যান্য জায়গায় ব্যাবহার করতে পারি। কিন্তু আমরা তা করি না। তাই এটি সবসময় সঠিক সমাধান বয়ে আনে না।’
এর আগে সকাল ৯টায় শুরু হয় ‘এথিক্স, এফিসিয়েন্সি অ্যান্ড প্রোডাক্টিভিটি ইন দ্য আরএমজি সেক্টর্স: টুওয়ার্ডস ৫০ বিলিয়ন ডলার এক্সপোর্টস বাই ২০২১’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠান। চারটি সেশনে এটি অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় সেশনে দুপুর ২টা থেকে শুরু হয় গোলটেবিল বৈঠক।
যৌথভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়, মোনাস বিশ্ববিদ্যালয় এবং ওয়ারউইক বিশ্ববিদ্যালয়।
এমএইচ/এনএফ/এবিএস