ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক


প্রকাশিত: ১১:২৬ এএম, ২২ মার্চ ২০১৬

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যানের দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় তারা উচ্চশিক্ষার বিভিন্ন দিক এবং বিডিরেন (বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক)-এর কার্যাবলি নিয়ে আলোচনা করেন। সভাশেষে মন্ত্রী মঞ্জুরি কমিশনে অবস্থিত বিডিরেনের বিভিন্ন কার্যাবলি সরজমিনে পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. আখতার হোসেন, প্রফেসর ড. এম শাহ নওয়াজ আলি এবং ইউজিসি সচিব ড. মো খালেদ প্রমুখ।

এনএম/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।