বিনামূল্যে ঠোঁটকাটা রোগীর অস্ত্রোপচার ইনসাফ বারাকাহ হাসপাতালে


প্রকাশিত: ১২:০০ পিএম, ২২ মার্চ ২০১৬

জন্মগত ঠোঁট বা তালু কাটা রোগীদের প্রতিমাসে বিনামূল্যে (মেডিসিনসহ) অপারেশন করার উদ্যোগ নিয়েছে রাজধানীর ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। আগামী ২৯ মার্চ প্রথম ধাপে ২০ জন রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।

বিষয়টি জানান, হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ। তিনি বলেন, জম্মগত ঠোঁট ও তালু কাটা রোগীদের অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরিয়ে আনা যায়। ওই  সব রোগীদের মুখে স্বাভাবিক হাসি ফিরিয়ে আনার প্রয়াসে তাদের এই উদ্যোগ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: মো. সামছুদ্দিন এর নেতৃত্বে এক দল বিশেষজ্ঞ সার্জনস অস্ত্রোপচার করবেন।

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্য জানতে রোগী/স্বজন যোগাযোগ করতে পারেন -৯৩৫০১৮০ অথবা ০১৭১৬-৩০৬৬৩১ নান্বারে।

এমইউ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।