আন্দোলন ব্যর্থ হলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে


প্রকাশিত: ১২:২১ পিএম, ২৩ মার্চ ২০১৬

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আন্দোলন আবারো ব্যর্থ হলে দলের তৃণমূল নেতাকর্মীরা আমাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে।

জাতি শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্যে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্তি দিতে হবে। আর এ জন্য আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে আন্দোলন করতে হবে।

বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টন ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর বিএনপি আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মৃত্যুর ভয় উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

স্বাধীনতা দিবস শীর্ষক এই সভায় গয়েশ্বর জানান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলন চলছে। আর এই আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, কাউন্সিলের মাধ্যমে বিএনপি অনেক কিছু অর্জন করেছে। কিন্তু এই অর্জনের পর যদি আমরা ঘরে বসে থাকি তাহলে সব কিছু আবারও ব্যর্থ হয়ে যাবে।

আয়োজক সংগঠনের যুগ্ম আহ্বায়ক আব্দুল আওয়াল মিন্টুর সভাপতিত্বে সভায় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ-সহ ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএম/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।