সবুজবাগে ৪ অস্ত্র ব্যবসায়ী আটক
রাজধানীর সবুজবাগ থানার মন্দির স্কুল গলি এলাকায় অভিযান চালিয়ে চার অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার রাতে এ অভিযান চালানো হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি এসএম জাহাঙ্গির আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীসহ পার্শ্ববর্তী জেলায় তারা অস্ত্র গুলি বিক্রির কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সবুজবাগ থানায় নিয়মিত মামলা হয়েছে।
ডিবি (পূর্ব) বিভাগের উপ-পুলিশ কমিশনার মাহবুব আলমের নির্দেশনায়, এডিসি খন্দকার নূরুন্নবীর তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. স্নিগ্ধ আখতারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় ৩টি বিদেশি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, মো. শরিফুল ইসলাম সজিব, মো. জামিল খান সোহাগ, ওমর শাওন ও বেলাল হোসেন রাসেল।
জেইউ/এএইচ/আরআইপি