মাথানত করা বঙ্গবন্ধুর অাদর্শ ছিল না
মাথানত করা বঙ্গবন্ধুর অাদর্শ ছিল না বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মজিবুল হক। তিনি বলেন, বাংলাদেশ, বাঙালিই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির প্রাণকেন্দ্র ছিল। বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন স্বাধীনতা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী এবং স্বাধীনতা দিবস উপলক্ষে এক অালোচনা সভায় তিনি এসব কথা বলেন। বৃস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে বাংলার মুখ নামের একটি সংগঠন ওই অালোচনা সভার অায়োজন করে।
মন্ত্রী বলেন, প্রতিটি বাঙালির স্বপ্ন হওয়া উচিত বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করা। বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছিল।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে চলছেন। প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টার কারণেই বিশ্বের বুকে বাংলাদেশ, বাঙালির সম্মান-মর্যাদা বৃদ্ধি পেয়েছে। শেখ হাসিনার নেতৃত্বের কারণেই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
সংগঠনের সভাপতি সাইফুল আযম বাশারের সভাপতিত্বে নাট্য ব্যক্তিত্ব ড. এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ অালম মুরাদ, বাংলা বেতার কেন্দ্রের শিল্পি মনোরঞ্জন ঘোষাল প্রমুখ বক্তব্য রাখেন।
এএসএস/এআরএস/পিআর