সুষ্ঠু নির্বাচনে সর্বশক্তি প্রয়োগ করবো


প্রকাশিত: ০১:১৪ পিএম, ২৫ মার্চ ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন। সুষ্ঠু নির্বাচনের তাগিদে সর্বশক্তি প্রয়োগ করবো। আমরা চাই, সকলের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হোক।’

শুক্রবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েন মিলনায়তনে স্বাধীনতা উৎসবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সার্ক কালচারাল নামের একটি সংগঠন ওই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দীন খান আলমগীর।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু ছিলেন হিমালয়ের সমতুল্য। হিমালয়ের পাদদেশে বসে এর উচ্চতা নির্ণয় করা যায় না। তেমনি মনে সংকীর্ণতা থাকলে বঙ্গবন্ধুর মূল্যায়ন করা করা যায় না। তাই বঙ্গবন্ধু প্রশ্নে বিতর্ক মানবো না।’

সংগঠনের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী হাজী সিরাজুল ইসলাম, হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ ঐক্য পরিষদের সদস্য সচিব মুকুল কুমার সাহা, সার্ক কালচারের কার্যকর সভাপতি কবি সুভাষ চন্দ্র।

এএসএস/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।