হুইলচেয়ার আর ক্রাচে ভর করেই স্মৃতিসৌধে
হুইলচেয়ারে ভর করেই সাত সকালে জাতীয় স্মৃতিসৌধে তারা। একজন, দুইজন না, পঞ্চাশ জনের একটি দল এসেছে ক্রাচে আর হুইলচেয়ারে ভর করে স্মৃতিসৌধে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ৬টার দিকে তারা এসেছেন স্মৃতিসৌধে।
পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্র (সিআরপি) থেকে তারা এসেছেন। এদের মধ্যে রয়েছে আকাশ (৮), নিলা (৭), জান্নাত (৯), জুবায়োদ (৮) । এরা সবাই আবাসিক স্কুল উইলিয়াম অ্যান্ড মেরিটেরি স্কুলের ছাত্র।
এদের নেতৃত্ব দিয়েছেন সিআরপির সমাজকল্যাণ বিভাগের পলাশ রায়। তিনি জানান, বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করার জন্য প্রত্যেক বছর আমরা শহীদ মিনারে আসি।
১৯৯০ সালে ঢাকার অদূরে সাভারে ১৩ একর জমির ওপর মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত হয় সিআরপি’র কেন্দ্রীয় কার্যালয়। প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য, পুনর্বাসন, শিক্ষা, কর্মসংস্থান ও বাহ্যিক পরিবেশ ফিরিয়ে দিতে নিরন্তর কাজ করে চলেছে ওই প্রতিষ্ঠান। সাভারে সিআরপির প্রধান কার্যালয়ে প্রতি মাসে গড়ে পাঁচ হাজার রোগী ফিজিওথেরাপি এবং এক হাজার রোগী অকুপেশনাল থেরাপি চিকিৎসা নিয়ে থাকে।
জেএইচ/আরআইপি