চট্টগ্রামের কারাগারে ফাঁসির আসামির রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ১০:২৭ এএম, ২৬ মার্চ ২০১৬

চট্টগ্রামের সিডিএ আবাসিক এলাকায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আবু রায়হান আরজুর (২৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তার মৃত্যু হলেও শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়।

হঠাৎ করেই আরজুর মৃত্যু হয়েছে বলে চট্টগ্রাম কারা কর্তৃপক্ষ দাবি করলেও কী কারণে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। তাছাড়া বিষয়টি গোপন রাখারও চেষ্টা করেছে কারা কর্তৃপক্ষ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম জানান, চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু রায়হান আরজু কারাগারে মারা গেছেন। এ ব্যাপারে কারা আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।

কী কারণে এই আসামির মৃত্যু হয়েছে জানতে চাইলে কারা কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা এ ব্যাপারে কিছু জানেন না বলে জানান।

উল্লেখ্য, ২০১৪ সালের ২৪ মার্চ সকালে নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ১৭ নম্বর সড়কে যমুনা ভবনের চতুর্থ তলায় সিএন্ডএফ ব্যবসায়ী মো. রেজাউল করিমের স্ত্রী রেজিয়া বেগম (৫০) এবং তার মেয়ে এসএসসি পরীক্ষার্থী সায়মা নাজনীন নিশাতকে (১৬) কুপিয়ে হত্যা করে রায়হান ও তার সহযোগী শহীদ। ঘটনার দুই দিন পরেই পুলিশ দুই খুনিকে ঢাকা ও চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত বছরের ১ অক্টোবর এই ঘটনায় আদালত দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এরপর থেকেই দুই খুনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। এর মধ্যে শুক্রবার রায়হান কারাগারে মারা গেলেন।

জীবন মুছা/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।