কিশোরগঞ্জ-৬: আবারও নৌকার হাল পাপনের হাতে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৩
ফাইল ছবি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসন থেকে আবারও আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় প্রার্থীদের নামের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে কিশোরগঞ্জ-৬ আসনে প্রার্থী হিসেবে নাজমুল হাসান পাপনের নাম ঘোষণা করা হয়।

দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে ২০০৯ সালে জিল্লুর রহমান নির্বাচিত হলে কিশোরগঞ্জ-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে ওই আসনে উপনির্বাচনে তার ছেলে নাজমুল হাসান পাপন সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনেও ওই আসন থেকে নৌকা প্রতীক নিয়ে এমপি হন তিনি। এবারও তার হাতেই নৌকার হাল তুলে দিলো আওয়ামী লীগ।

জিল্লুর রহমান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসন থেকে ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।