বাগেরহাট-৪

নৌকার মাঝি হলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ২৬ নভেম্বর ২০২৩

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোয়নয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত হওয়া প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বাগেরহাট-৪ আসনের বর্তমান সংসদ সদস্য আমিরুল আলম মিলন আবারও নৌকার মনোনয়ন পাবেন বলে জোর আলোচনা ছিল। তবে সমানভাবে আলোচনায় ছিলেন নতুন মুখ বদিউজ্জামান সোহাগ। শেষ পর্যন্ত বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয় থেকে সোহাগের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।

এবার বাগেরহাট-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১৩ জন। তারা হলেন- বর্তমান এমপি আমিরুল আলম মিলন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ-ই আলম বাচ্চু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা জুবায়ের আহমেদ, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জামিল হোসাইন, মোড়লগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদার, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও মোড়লগঞ্জ পৌরসভার মেয়র এসএম মনিরুল হক।

এছাড়া ডা. মোশাররফ হোসেন, আব্দুর রহিম খান, সোমনাথ দে, এইচএম মিজানুর রহমান জনি ও ইমরান হোসেন নামের পাঁচজন নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।

বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের অন্য তিনটিতে কোনো পরিবর্তন আসেনি। এর মধ্যে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট ও মোল্লাহাট) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দীন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে শেখ হেলাল উদ্দীনের ছেলে শেখ তন্ময় এবং বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনে হাবিবুন নাহার আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন।

এমকেআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।