যুবদল নেতা জাহাঙ্গীর কারামুক্ত

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩২ পিএম, ০৪ মার্চ ২০২৪

প্রায় এক বছর পর কারামুক্ত হলেন যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর।

সোমবার (৪ মার্চ) বিকেল সোয়া ৪টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান তিনি।

গত বছরের ৮ মার্চ তাকে গ্রেফতার করে কারাগারে নেওয়া হয়।

নাশকতার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে রাজধানীর উত্তরা পূর্ব থানায় এস এম জাহাঙ্গীরসহ অন্য আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তদন্ত শেষে ৭৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

এ মামলায় গত বছরের ২৩ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হকের আদালত জাহাঙ্গীরসহ ৭৫ জনকে পৃথক তিনটি ধারায় আড়াই বছরের কারাদণ্ড দেন।

কেএইচ/এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।