আ.লীগ বিএনপির আন্দোলনকে ভয় পায় না : আমু


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৭ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ কখনো আন্দোলনের হুমকিতে ভয় পায় না। রোববার সকালে মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানস্থলে সাংবাকিদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে মানুষ হত্যা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশে আইন আছে, বিচার আছে। আইন অনুযায়ী বিচার কাজ চলছে, চলবে। বিএনপি জামায়াতের কোনো আন্দোলন কাজে আসবে না।

উল্লেখ্য, সকালে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজের মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিবনগর দিবসের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার সময় জনপ্রশান মন্ত্রী সৈয়দ আশরাফ হোসেনের সভাপতিত্বে মুজিবনগর দিবসের নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধান অতিথি আ.লীগের প্রেসিডিয়াম সদস্য আমীর হোসেন আমু।

আতিকুর রহমান টিটু/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।