জঙ্গি-গুপ্ত হত্যাকারীরা যমজ দানব : তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশে জঙ্গি তৎপরতা চলছে। জঙ্গি-গুপ্ত হত্যাকারীরা যমজ দানব। এরা গণতন্ত্র ও ধর্মের শত্রু। এরাই দেশকে অস্থিতিশীল করতে চায়।
ধর্মীয় জঙ্গিবাদীদের হাতে ধারাবাহিক হত্যাকাণ্ড প্রতিরোধ এবং হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আয়োজিত এক মানববন্ধনে তিনি একথা বলেন।
ইনু বলেন, যারা রাজনীতিতে বিএনপি-জামায়াতকে জায়গা দিতে চায় তারা কার্যত জঙ্গিবাদকে আড়াল করতে চায়। তাই এদেরকে চিহ্নিত করে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে।
এদিকে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আঞ্চলিক ঐক্য শীর্ষক জাতীয় এক সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিচারহীনতা সংস্কৃতির প্রধান প্রবক্তা হচ্ছে অতীতের সামরিক শাসকরা এবং সরাসরি জামায়াত ও বিএনপি। জামায়াত-বিএনপির ছাতার তলেই জঙ্গি সন্ত্রাসী ও গুপ্ত হত্যাকারীদের আস্তানা।
তিনি বলেন, যারা জঙ্গিবাদের পাহারা দেয়, ওকালতি করে তারই মূলত জঙ্গি দমনে বাধা সৃষ্টি করে। তাই জঙ্গিবাদ ও তাদের পাহারাদারদের দমন করতে হবে। একটাকে বাদ দিয়ে যদি আরেকটাকে দমন করতে চান তাহলে কার্যত বাংলাদেশের জঙ্গিবাদ ও সন্ত্রাস দমন হবে না।
মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন ক্যাপ্টেন এ বি এম তাজুল ইসলাম, সাবেক সচিব মোহাম্মদ মুসা ও মেজর জেনারেল আব্দুর রশিদ প্রমুখ।
এএস/জেএইচ/আরআইপি