সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে জামায়াত-বিএনপি


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৩ মে ২০১৬

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, দেশে মুক্ত চিন্তার সংস্কৃতি চর্চা ব্যাহত হওয়ায় একের পর এক ব্লগার ও সংস্কৃতি কর্মীরা খুন হচ্ছে। জামায়াত-বিএনপি জোট সাম্প্র্রদায়িক শক্তিকে উস্কে দিচ্ছে। এ সাম্প্র্রদায়িক অপশক্তিকে রুখতে হবে।

তিনি বলেন, এক সময় জামায়াত-বিএনপি জোট বলেছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশে মসজিদ মাদরাসা থাকবে না। কিন্তু পরিসংখ্যানে দেখা যায় দেশে মসজিদ মাদরাসা বেড়েছে। তিনি যুব সমাজকে সত্যকারের বঙ্গবন্ধুর সৈনিক হওয়ার আহ্বান জানান। আর সত্যিকারে বঙ্গবন্ধুর সৈনিক হতে হলে সততা ও সাহস থাকতে হবে।  

মঙ্গলবার বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।  

জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাফিজ চৌধুরী উজ্জ্বলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান  মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সহ-সম্পাদক সৈকত জোয়ার্দ্দার,সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক এস এম সোলায়মান আলী প্রমুখ।

রাশেদুজ্জামান/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।