ক্যানসারে আক্রান্ত জিসানের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ১১ জানুয়ারি ২০২৫

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত আব্দুল্লাহ বিন জাহিদের ছোটভাই জিসান (১৪) ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে জিসানের ক্যানসারের চিকিৎসার জন্য অর্থ সহায়তা প্রদান করা হয়।

বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছেন। এর আগেও তার ৪টি কেমোথেরাপির সম্পূর্ণ খরচ ‘আমরা বিএনপি পরিবার’এর পক্ষ থেকে প্রদান করা হয়েছে। জিসানের শারীরিক অবস্থা এখন ভালোর দিকে। ডাক্তার বলেছেন— সে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। রোববার (১২ জানুয়ারি) থেকে তার রেডিওথেরাপি শুরু হচ্ছে। এটা চলবে ৩৩ দিন। প্রতিটি রেডিও থেরাপির খরচ ৬ হাজার টাকা করে। শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ‘আমরা বিএনপি পরিবার’এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

আবদুল্লাহ বিন জাহিদ গত ৫ আগস্ট রাতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। বড় ছেলে মারা যাওয়ার ১৪ দিনের মাথায় তাদের মা জানতে পারেন তার ১৪ বছর বয়সী ছেলে মাহমুদুল্লাহ বিন জিসান কোলন ক্যানসারে (তৃতীয় পর্যায়) আক্রান্ত।

কেএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।