মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অভিবাসী আটক

মালয়েশিয়ার পেনাংয়ে বাংলাদেশিসহ ৬১ অবৈধ অভিবাসীকে আটক করেছে রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। রোববার (৪ মে) দুটি পৃথক স্থানে অভিযানে ২০ জন নারীসহ ৬১ জন অভিবাসীকে আটক করা হয়।
পেনাং রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম সোমবার (৫ মে) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামাকে বলেছেন, কোমতার কমপ্লেক্সের দ্বিতীয়তলা এবং বাটারওয়ার্থের পেনাং সেন্ট্রাল বাস টার্মিনালের প্রথমতলায় পরিচালিত অভিযানে অভিবাসীদের আটক করা হয়।
অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধের জন্য ২০ থেকে ৫০ বছর বয়সী ৪১ জন পুরুষ এবং ২০ জন নারীকে আটক করার আগে অভিযানে মোট ২২৬ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়।
আটকদের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ১৩ জন মিয়ানমারের নারী, সাতজন ইন্দোনেশিয়ান নারী, পাঁচজন বাংলাদেশি পুরুষ এবং একজন পাকিস্তানি রয়েছেন।
পেনাংয়ে বৈধ কাগজপত্র ছাড়া বিদেশিদের উপস্থিতি রোধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন রাজ্য ইমিগ্রেশন পরিচালক নূর জুলফা ইব্রাহিম।
এমআরএম/এএসএম