ধর্মীয় শিক্ষায় এআই ব্যবহার প্রয়োজন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২০ জুলাই ২০২৫

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ধর্মীয় শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তাসহ (এআই) প্রযুক্তি-সম্পর্কিত জ্ঞান অর্জন করতে হবে, যেন সময়ের চ্যালেঞ্জ মোকাবিলায় একটি শক্তিশালী অবস্থান তৈরি করা যায়।

তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে মালয়েশিয়ার দৃষ্টিভঙ্গি ধর্মীয় ও নৈতিক ভিত্তিহীন হতে পারে না বরং চরিত্র গঠনে ইসলামী মূল্যবোধের ওপর মনোযোগী হতে হবে। সরকার এবং উলামাদেরও সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং জ্ঞানকে প্রযুক্তি ও এআইয়ের যুগে প্রবেশ করতে হবে।

বিজ্ঞাপন

শনিবার, প্রধানমন্ত্রীর বিভাগ (ধর্মীয় বিষয়ক) আয়োজিত পুত্রা মসজিদে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরু হয়, এ সময় বিখ্যাত ধর্মপ্রচারক আজলান শাহ নাবীস খান ইসলামের পুনরুজ্জীবনে তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেন।

ধর্মীয় শিক্ষায় এআই ব্যবহার প্রয়োজন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের বিখ্যাত পণ্ডিত মাওলানা তারিক জামিল, তিনি আশপাশের বিভিন্ন সম্প্রদায়ের প্রতি মুসলমানদের সামাজিক দায়িত্ব নিয়ে খুতবা দেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী, দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, আধুনিক যুগের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলমানদের স্থিতিস্থাপকতা তৈরির জন্য এআই এর মতো নতুন প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com